পটুয়াখালীর কলাপাড়ায় ৩০ মন ছোট প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে পুলিশ। শুক্রবার (২৩ জুন) ভোররাতে শেখ কামাল সেতুর টোল প্লাজা তে একটি ট্রাক সহ এসব মাছ জব্দ করা হয়েছে।
মাছ পরিবহনের দায়ে ছাত্তার (৩৫) নামের এক লাইনম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী উপজেলা কর্ম️কর্তা জাহাঙ্গীর হোসেন এ জরিমান আদায় করেন। পরে বেলা এগারোটার দিকে বঙ্গবন্ধু কলোনির বাসিন্দারের মধ্যে এসব মাছ বিতরণ করা হয়। মাছ বিতরণে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্ম️কর্তা অপু সাহা ও থানা পুলিশের সদস্যরা।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্ম️কর্তা অপু সাহা জানান, ২০ মে থেকে ২৩ জুলাই পর্য️ন্ত সাগরে সব ধরনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। জব্দকৃত মাছের মধ্যে বেশিরভাগই সামুদ্রিক ছোট ছুরি ও গাবের আটি মাছ রয়েছে।
পূর্ণ/দীপ্ত সংবাদ