৯
বাংলা পুরাতন বছরকে বিদার আর নতুন বছরকে বরণে পটুয়াখালীতে বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসক শরিফুল ইসলাম নেতৃত্বে পিডিএস মাঠ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার মাঠে শেষ হয়।
শোভাযাত্রায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রায় অংশগ্রহণ করতে পেরে সবার মাঝে লক্ষ করা গেছে উৎসবের আমেজ।
পরে, ডিসি স্কয়ার মাঠে বেলুন উড়িয়ে ৫ দিনব্যাপী মেলার উদ্বোধন করা হয়।
আফ/দীপ্ত সংবাদ