পটুয়াখালী আদালত প্রাঙ্গনে বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাগবে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন হয়েছে৷ শুক্রবার (২ জুন) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া।
এ সময় পটুয়াখালী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস.এম. এরশাদুল আলম, পটুয়াখালী স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) আদালতের আবু নাসের মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ ওবায়দুর রহমান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনসহ অন্যানরা উপস্থিত ছিলেন৷
ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে বিচারপতি মোঃ মজিবুর রহমান মিয়া বলেন, বিচারপ্রার্থীরা আদালতে বিচার চাইতে এসে কোন ধরনের সমস্যা যাতে না হয় সেজন্য সারাদেশে প্রধান বিচারপতির নির্দেশে ন্যায়কুঞ্জ নামে বিশ্রামাগার নির্মিত হচ্ছে। ১ হাজার স্কয়ার ফিটের বিশ্রামাগারে সুপেয় পানি ও নাস্তার ব্যবস্থা থাকবে। যা বিচার প্রার্থীরা কিনে নিয়ে খেতে পারবেন।
মো.ইমরান/আফ/দীপ্ত নিউজ