পটুয়াখালীর কলাপাড়ার কোয়েল পাখির খামার দিয়ে স্বাবলম্বী নাঈম। তিনশো বাচ্চা নিয়ে শুরু হলেও বর্তমানে খামারের তিনটি সেডে রয়েছে প্রায় ৩ হাজার কোয়েল পাখি। তার সফলতা দেখে কোয়েল পালনে আগ্রহী হচ্ছেন অনেকে।
চাকরির সুবাদে উত্তর অঞ্চলে বিভিন্ন জায়গার কৃষি ও খামার পরিদর্শন করতে গিয়ে শখ করে কোয়েলের বাচ্চা সংগ্রহ করে খামার গড়ে তোলেন তিনি। লাভ ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে কোয়েল পাখির ব্যবসা শুরু করেন।
সফল কোয়েল খামারী মাহবুবুল আলম নাঈম জানান, ২০২০ সালে খামার শুরু করেন। ব্যবসায় লাভবান হওয়ায় পরেরবার এক হাজার বাচ্চা তোলেন তিনি। প্রতিদিন প্রায় ৩ হাজার ডিম পাচ্ছেন, প্রতিটি ডিম বিক্রি হচ্ছে ৩ টাকায় এবং তার মাসে আয় হচ্ছে প্রায় ২ লাখ টাকা। শুধু কোয়েল পাখিই নয়, এর পাশাপাশি পালন করছেন কিছু সংখ্যক সোনালী, লেয়ার ও টারকি মুরগি। তার খামার পরিচালনার জন্য ৩ কর্মচারী রয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অফিস জানিয়েছে, যুবসম্প্রদায়কে স্বাবলম্বী করতে প্রশিক্ষণসহ নানাভাবে সহযোগিতা দেয়া হচ্ছে।
অনু/দীপ্ত