১৫
পটুয়াখালীতে আগের তুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও শনাক্ত হচ্ছে নতুন নতুন রোগী।
গত ২৪ ঘন্টায় নতুন করে ৬৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ০৭ শিশু রয়েছে। এনিয়ে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৬ জন রোগী।
এ মৌসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২৪৪৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২৫০ জন। এডিস মশার বংস বিস্তার ঠেকাতে কার্যকরী পদক্ষেপ না নিলে ডেঙ্গু মহামারী আকার ধারন করতে পারে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মোরশেদ আলম/দীপ্ত নিউজ