বছর ঘুরে আবারও মুমিনের জীবনে উপস্থিত হয়েছে পবিত্র মাহে রমজান। রমজান মাস একজন মুসলিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমল অজর্নের মাস। সেই সঙ্গে আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম, ত্যাগ ও অপরের প্রতি সহমর্মিতা প্রকাশের মাস। অন্যান্য মাসে আমল–ইবাদাত বা ভালো কাজ করলে যে পরিমাণ সওয়াব হয়, রমজান মাসের আমলে তার সত্তর গুণ বেশি সওয়াব হয়। মুসলমানদের সুবিধার্থে সেহরি ও ইফতারের সময়সূচি তুলে ধরা হলো।
ইসলামিক ফাউন্ডেশনের দেওয়া সেহরি ও ইফতারের সময়সূচি:
বৃহস্পতিবার (৬ মার্চ) পঞ্চম রমজান ঢাকা বিভাগীয় শহরের ইফতার ও সেহরির সময়সূচি।
ঢাকা জেলায় বৃহস্পতিবার (৬ মার্চ) সেহরির শেষ সময় ভোর ৫টা। ইফতারের সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিট।
রোজার নিয়ত:
নাওয়াইতু আন আছুমা গাদাম, মিন শাহরি রমাদানাল মুবারাক; ফারদাল্লাকা ইয়া আল্লাহু, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস্ সামিউল আলিম।
অর্থ: হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়ত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোজা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।
ইফতারের দোয়া:
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
অর্থ : হে আল্লাহ, আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি। (আবু দাউদ ২৩৫৮)