পঞ্চগড়ে কমতে শুরু করেছে দিনের ও রাতের তাপমাত্রা। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা অব্যাহত।
রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯ টায় সর্বোনিন্ম তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৭৬ শতাংশ।
গতকাল এই অঞ্চলের সর্বোনিন্ম তাপমাত্রা ছিল ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ।
বিকাল থেকে হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় এই অঞ্চলে রাতে কনকনে শীত অনুভুত হচ্ছে। অব্যাহত থাকছে পরদিন সকাল পর্যন্ত। দিনের বেলা ঝলমলে রোদ থাকায় জনজীবনে কিছুটা স্বস্তি মিলছে। প্রতি বছর এই অঞ্চলে অক্টোবরের শেষ থেকে কুয়াশা আর শীত অনুভুত হলেও এবার একটু দেরিতে অনুভুত হচ্ছে ।
গোফরান বিপ্লব