শ্বেত শুভ্র বসনে পঞ্চগড়ে রূপের পেখম মেলেছে মায়াবী কাঞ্চনজঙ্ঘা। সূর্যোদয়ের সাথে সাথে দেখা মিলছে পৃথিবীর তৃতীয় বৃহত্তম এ পর্বত শৃঙ্গের। যা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা।
হেমন্তের মেঘমুক্ত আকাশে প্রায় প্রতিদিনই দৃশ্যমান হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য ভ্রমণপিপাসুদের মনে যেন অপার্থিব মায়ার ঘোর সৃষ্টি করছে।
হিমালয় পর্বতমালা থেকে ১৬৫ কিলোমিটার দূরে তেঁতুলিয়া উপজেলা থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গ। মহানন্দা নদীর পাড়ে দাঁড়ালে দেখা যায় সূর্যের বর্ণিল আলোকচ্ছ্বটায় উদ্ভাসিত সেই দৃশ্য।
পঞ্চগড়–বাংলাবান্ধা মহাসড়কের টিটিহিপাড়া, বাংলাবান্ধা বাইপাস, ঐতিহ্যবাহী তেতুঁলিয়া ডাকবাংলোসহ বেশ কয়েকটি স্থান থেকে মেঘ মুক্ত উত্তরাকাশে চোখ রাখতেই দেখা মিলছে নয়নাভিরাম কাঞ্চনজঙ্ঘা। পর্যটকদের চলাফেরা নিরাপদ ও আনন্দদায়ক করতে নানা উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তবে সব সময় দেখা মেলে না কাঞ্চনজঙ্ঘার। মেঘ আর কুয়াশা মাঝে মাঝেই আড়াল করে রাখে তাকে। তখন অপেক্ষা ছাড়া উপায় থাকে না।
আল / দীপ্ত সংবাদ