পঞ্চগড়ে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়। শনিবার (০১ এপ্রিল) দুপুরে এ অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে পঞ্চগড় শহরের ফল হাটি, মাংস হাটি, মুরগী হাটিসহ বিভিন্ন দোকানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মণ।
এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা, ধার্যকৃত মূল্যে তালিকায় গরমিল খুঁজে পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তিনজন ব্যাবসায়ীকে প্রথমবারের মতো তিন হাজার টাকা জরিমানা করা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আফ/দীপ্ত সংবাদ