পঞ্চগড়ে আহমদিয়া অনুসারিদের (কাদিয়ানী) জলসা বন্ধের দাবিতে বিক্ষোভের সময়, পুলিশ ও মুসল্লিদের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) জুম্মার নামাজের পর পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্র চৌরঙ্গী মোড়ে এ সংঘর্ষ হয়।
নিহতরা হলেন– বিক্ষোভকারী পঞ্চগড়ের মহিলা কলেজ রোড এলাকার ফরমান আলীর ছেলে আরিফুর রহমান আরিফ (৩০) ও অপরজন আহমদিয়া সম্প্রদায়ের নাটোর জেলার বাসিন্দা জাহিদ হাসান (২২)।
শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর মুসল্লিরা কাদিয়ানীদের জলসা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করলে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। বাধার মুখে পড়ে পুলিশের ওপর ইট–পাটকেল নিক্ষেপ করেন মুসল্লিরা। পরে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে মুসল্লিরা আরও ক্ষিপ্ত হয়ে উঠেন। উত্তেজনা পরিস্থিতি বিরাজ করলে পুলিশের পাশাপাশি মাঠে নামে বিজিবি ও র্যাব। সেখানে তারা বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে।
সংঘর্ষের সময় প্রায় ১০ ঘণ্টা ধরে ঢাকা–পঞ্চগড় মহাসড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। বন্ধ থাকে শহরের সকল দোকানপাট। এতে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষেরা।
রাতে কাদিয়ানীদের জলসা বন্ধের নির্দেশের পর শহরে শান্ত পরিবেশ বিরাজ করলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।
আফ/দীপ্ত সংবাদ