পঞ্চগড়ে কমেনি শীতের তীব্রতা। মাঝারি শৈত্য প্রবাহের পর বাড়তে শুরু করেছে তাপমাত্রা। মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা।
সোমবার (২০ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বানিন্ম তাপমাত্রা ১০.৫ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
ঘণ কুয়াশায় কেটে গেলেও প্রবাহিত হচ্ছে হীম শীতল ঠান্ডা বাতাস। বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবি ও নিন্ম আয়ের মানুষ। হাসাতালগুলাতে বেড়েছে শীতজনিত রােগীর সংখ্যা।
গতকাল রবিবার সকাল ৯ টায় সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৭.৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন এই তাপমাত্রা ছিল ২২.০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৯ শতাংশ। বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় ১২ হত ১৪ কিলােমিটার ।
বিপ্লব/আল