সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহকে হারাতে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমকে ৩ কোটি টাকা দিয়েছেন বরিশাল আওয়ামী লীগের অভিভাবক, এমন অভিযোগে তোলপাড় পুরো বরিশাল।
রবিবার (৪ জুন) ফেসবুক লাইভে এমনই অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগ নেতা বরিশাল সিটির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শরীফ মো. আনিছুর রহমান।
‘নৌকাকে হারাতে হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করীমকে ৩ কোটি টাকা উৎকোচ দিয়েছেন বর্তমান মেয়র সাদিক আব্দুল্লাহ’, সংবাদ সম্মেলন ডেকে তিনি এই অভিযোগ করেন।
এ সময় তিনি বলেন, ‘নৌকার প্রার্থী খোকন সেরনিয়াবাতকে পরাজিত করতে হাতপাখার প্রার্থীকে তিন কোটি টাকা উৎকোচ দেয়া হয়েছে। নৌকার মনোনয়ন থেকে বাদ পড়ায় সাদিক আবদুল্লাহ ও তার পিতা হাসানাত আবদুল্লাহ ঢাকায় ডেকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে তিন কোটি টাকা দিয়েছেন। যাতে শেখ হাসিনার মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাত পরাজিত হন।‘
এরপর মহানগর আওয়ামী লীগের জরুরি সভায় শরীফ আনিছুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। দপ্তর সম্পাদক হেমায়েতউদ্দিন সেরনিয়াবাত সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের তথ্যটি জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে তার মিথ্যাচার এবং সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
বক্তব্যটি নিয়ে হাতপাখার সমর্থকদের মধ্যেও এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার বলে তাদের দাবি। মেয়র প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, তিনি এ ঘটনায় মামলা দায়ের করবেন। কোন লেনদেন হলে দুদকের হস্তক্ষেপ চান তিনি।
মর্তুজা জুয়েল/আফ/দীপ্ত নিউজ