শেরপুর জেলা সদরের কুসুমহাটি বাজারে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিউর রহমান আতিক ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ছানুয়ার হোসেন ছানুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সংঘর্ষের ঘটনা শুরু হয়। যার জের চলে রাত দেড়টা পর্যন্ত।
দুইপক্ষের লোকজন ও প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, ঘটনার সূত্রপাত কুসুমহাটিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন নিয়ে। কার্যালয় উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনী সভা চলছিলো। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ছানুয়ার হোসেন ছানুর একটি মিছিল ওই এলাকা অতিক্রম করছিলো। উভয় পক্ষের উত্তেজনাকর স্লোগানকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়।
সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরসহ নৌকা প্রতীক ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগ নেতা হাসান, ছাত্রলীগ নেতা পার্থসহ কয়েকজন আহত হয়। সংঘর্ষে দেশীয় অস্ত্রসহ, আগ্নেয়াস্ত্র ব্যবহারেরও অভিযোগ ওঠে। এদিকে এ ঘটনার প্রতিবাদে রাত ১টার দিকে ছানুয়ার হোসেন ছানুর সমর্থকরা প্রতিবাদ মিছিল করেন। পরে খরমপুরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় যেখানে ছানুয়ার হোসেন ছানু বক্তব্য রাখেন।
ছানুয়ার হোসেন ছানু তার বক্তব্যে অভিযোগ করেন, নৌকার প্রার্থী আতিউর রহমান আতিক বেশ কয়েকজন প্রিজাইডিং অফিসারকে টাকা দিয়ে কিনে নিয়েছেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কাছে নাটক করার জন্য নৌকার সমর্থকরা সন্ত্রাসের সৃষ্টি করেছে, তারা স্বতন্ত্র প্রার্থীর উপর দোষ চাপাবে।
আরো পড়ুন: দেশের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ
মঞ্জুরুল/লিয়ন/দীপ্ত নিউজ