সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫

নোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্র ও গুলিসহ আটক-৪

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌর এলাকায় অভিযান চালিয়ে চার যুবককে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও কিছু নগদ টাকা জব্দ করা হয়। রবিবার (২ এপ্রিল) দুপুরে আলীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মহবুল্লাহপুর গ্রামের শহিদ উল্যার ছেলে কামরুল ইসলাম সুমিজ (২৪), জিরতলী ইউনিয়নের সিন্ধুরকাঁইত গ্রামের ওমর ফারুকের ছেলে ফয়েজ (২০), চৌমুহনী পৌর এলাকার আলীপুরের নুরুল ইসলামের ছেলে তানভির হোসেন আশিক (২৩) ও একই এলাকার আব্দুল মন্নানের ছেলে আলা উদ্দিন আলো (২৮)

র‌্যাব জানায়, একদল অস্ত্রধারি চৌমুহনী পৌর এলাকার আলীপুরে সন্ত্রাসীমূলক কার্যক্রমে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে র‌্যাব১১, সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় আলীপুর থেকে চার যুবকে আটক করা হয়। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে একটি এলজি ও এক রাউন্ড গুলি জব্দ করা হয়।

আটককৃত সবাই এলাকায় ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে তথ্য পাওয়া গেছে।

র‌্যাব১১ সিপিসি ৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. মাহমুদুল হাসান তথ্যগুলো নিশ্চিত করে বলেন, আটককৃত আসামিরা এলাকায় সন্ত্রাসী হিসেবে চিহিৃত। তাদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

আফ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More