নোয়াখালী জেনারেল হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মো. রিয়াদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দুই জনের।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলা নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ২১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ৯ জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮৬ জন।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে ডেঙ্গু আক্রান্তের তথ্যগুলো নিশ্চিত করেছেন, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হেলাল উদ্দিন ও সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডেঙ্গু আক্রান্ত রিয়াদ। মৃত রিয়াদ লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মো. ইউছুফের ছেলে।
জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে জেলা ডেঙ্গু সংক্রমন বেশি ছিল। গত সপ্তাহের শেষের দিকে ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। গত বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী জেলার কমলনগর উপজেলা থেকে রিয়াদ নামের এক যুবককে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার পরিবারের লোকজন তার ডেঙ্গু পজেটিভ রিপোর্ট নিয়ে আসে।
রোগীর অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা নিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করলেও পারিবারিক সমস্যা থাকায় তারা এখানে চিকিৎসা নিয়ে সম্মতি প্রকাশ করেন। তাদের ইচ্ছে অনুসারে রিয়াদকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মারা যায় রিয়াদ। পরে রাতে তার পরিবারের লোকজন মৃতদেহ বাড়িতে নিয়ে যায়।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার পূজা নগর গ্রামে নেছার উদ্দিন। নেছারের শরীরে ডেঙ্গু শনাক্ত হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাতে তাকে জেনারেল হাসপাতালে আনা হলে ভর্তি হওয়ার কিছুক্ষনের মধ্যে মারা যান তিনি।
শায়লা/ দীপ্ত নিউজ