শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫
শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫

নোয়াখালীতে জুলাই শহীদ হাসানের দাফন সম্পন্ন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জুলাই যোদ্ধা ও পবিত্র কোরআনের হাফেজ মোহাম্মদ হাসানের নিজ বাড়িতে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

রবিবার (২৫ মে) সকাল ৯ টায় নোয়াখালীর সুবর্ণচরের চেউয়াখালি বাজার সংলগ্ন তরিকউল্যাহ সমাজ এলাকায় শহীদ হাসানের মায়ের শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে হাসানকে দাফন করা হয়। তার জানাজায় এলাকায় মানুষের ঢল নামে।

জানাজায় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমির ইসহাক খন্দকার, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালীর আহবায়ক আরিফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির, জাতীয় নাগরিক পার্টিএনসিপির নোয়াখালী জেলাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

জানাযায় জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার আমির ইসহাক খন্দকার বলেন, যারা শাহাদাত বরণ করে তারা পরকালে সর্বোচ্চ ‍পুরষ্কারপ্রাপ্ত। আর কোন ফ্যাসিস্ট যাতে বাংলাদেশে কখনো জন্ম নিতে না পারে শহীদ হাসানের লাশকে সামনে রেখে তিনি সকেলর উদ্দেশ্য আহবান জানান।

জানাজাপূর্ব সমাবেশে বক্তব্যে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন জাতিকে নতুন করে ভাবার সুযোগ করে দিয়েছে ও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। তিনি বলেন, শহীদ হাসান ছিল তার পরিবারের একমাত্র অবলম্বন। স্বৈরাচার পতনে তার আত্মত্যাগ ও অবদান জাতি চিরকাল স্মরণ করবে। তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের জন্য সকল সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দেন।

গত ৫ আগস্ট চট্টগ্রামের টাইগারপাসে জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল পাঠানো হয়। শেষে তাকে সেদেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তর করা হয়। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ১০ মিনিটে হাসানের মৃত্যু হয়।

আল/খায়রুল

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More