শ্রমিক সংকটের কারণে ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষকদের ধান কাটতে দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহবানে সাড়া দিয়ে কাস্তে হাতে অসহায় কৃষকের ধান কাটতে নেমে পড়ে নোয়াখালী জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে নোয়াখালী জেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী রবনার নেতৃত্বে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের কৃষক শাহাব উদ্দিন ও কৃষক জাহাঙ্গীরের প্রায় ২১ শতাংশ জমির ধান কেটে দেওয়া হয়েছে। এ সময় নোয়াখালী জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ধান কাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
কৃষক শাহাব উদ্দিন বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। জমিতে পাকা ধান নিয়ে চরম বিপাকে দিন কাটাচ্ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ক্ষেতের ধান কেটে দিয়ে উপকার করেছেন। এতে আমি অনেক খুশি। তাদের কাছে আমি কৃতজ্ঞ।
ছাত্রলীগ নেতা ফজলে রাব্বি রবনা বলেন, ছাত্রলীগ দেশের যেকোনো ক্রান্তিকালে জনগণের পাশে ছিল, আছে ও থাকবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের মানুষের জন্য মানবতার কাজ করে এসেছে। দেশের সার্বিক পরিস্থিতিতে যে কোনো দুঃসময় মোকাবিলা করতে আমরা ছাত্রলীগ প্রস্তুত।
এমি/দীপ্ত