নোয়াখালীতে চলতি বছরের প্রথম তিন মাসে (জানুয়ারী–মার্চ) ৬ নারী–শিশু ধর্ষণের শিকার হয়েছেন এবং হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৪ জন। এসময়ের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে মামলা হয়েছে ১৫৭ টি।
মঙ্গলবার (২৩ মে) বিকেলে নোয়াখালী নারী অধিকার জোট তাদের সমীক্ষা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন নারী অধিকার জোটের সদস্য মনোয়ারা মিনু।
নোয়াখালী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (এনআরডিএস) কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নারী অধিকার জোটের আহ্বায়ক লায়লা পারভীন এতে সভাপতিত্ব করেন।
এসময় লায়লা পারভীন বলেন, জাতীয় ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সূত্র থেকে এ তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে। গত বছর এসময়ে নারীর প্রতি সহিংসতার ১৭ টি ঘটনা ঘটলেও এবার তা কিছুটা হ্রাস পেয়েছে। বিষয়টি ইতিবাচক বলে মনে করে নারী অধিকার জোট।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নারী অধিকার জোটের সদস্য মনেয়ারা মিনু, ফারজানা তিথি, অ্যাডভোকেট কল্পনা রানী দাস, ফাহমিদা জেসমিন পলি, এনআরডিএসের প্রধান নির্বাহী আবদুল আউয়ালসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ এস এম নাসিম/এমি/দীপ্ত নিউজ