ইউয়েফা নেশন্স লীগ ফুটবলের তৃতীয় আসরের ফাইনালে নেদারল্যান্ডসের রোটারডামে রাত পৌনে ১ টায় মাঠে নামবে ক্রোয়েশিয়া ও স্পেন।
রবিবার (১৮ জুন) নেডসারল্যান্ডসের ডি কুইপ স্টেডিয়ামে প্রথমবারের মতো নেশন্স লীগের শিরোপা জয়ের লক্ষ্য দুই দলের সামনেই। নেশন্স লীগের গত আসরে ২০২১ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হেরে শিরোপা হাতছানি হয়েছিল স্প্যানিশদের। দুই বছরের মাথায় আবারও একই মঞ্চে কোচ লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।
অন্যদিকে প্রথমবারের মতো কোনো ইন্টারন্যাশনাল মেজর শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ক্রোয়েশিয়া। তেমনি ক্রোয়েট তাড়কা লুকা মড্রিচের সামনে ক্যারিয়ারের শেষ মূহুর্তে ট্রফি হাতে নেয়ার সুযোগও বটে। সেমিতে স্বাগতিক নেদালযান্ডসকে বড় ব্যবধানে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ ডালিচের দল।
আগের দুই আসরের শিরোপা জিতেছিল যথাক্রমে পর্তুগাল ও ফ্রান্স।
ইমাম/দীপ্ত নিউজ