যে নেপালকে হারিয়ে গত বছরের সেপ্টেম্বরে সাফের শিরোপা জিতেছিলো বাংলাদেশ নারী ফুটবল দল, দশমাসের লম্বা বিরতি শেষে তাদের বিপক্ষেই ম্যাচ দিয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মাঠে নামবে।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বৃহস্পতিবার ( ১৩ জুলাই) কমলাপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকাল সাড়ে ৫টায়।
এই মুহুর্তে বাংলাদেশ নারী ফুটবল দল একটা সংকটকালীন মুহূর্ত পার করছে। সাম্প্রতিক নানা ঘটনায় নারী ফুটবল খুব একটা শক্ত অবস্থানে নেই। সাফ চ্যাম্পিয়ন হওয়ার ১০ মাস পর মাঠে নামতে যাচ্ছে তারা। গত সেপ্টেম্বরে সাফ জয়ী দলে নেই চার ফুটবলার। তার বদলে জায়গা পেয়েছেন পাঁচ ফুটবলার। আফিদা খন্দকার, সাহেদা আক্তার রিপা, স্বর্ণা রাণী, আকলিমা খাতুন ও সুমাইয়া মাতসুশিতামা।
এছাড়াও সাফজয়ী প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, চাকরি ছেড়ে দেওয়ায় নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজে ডাগআউট সামলাবেন মাহবুবুর রহমান লিটু। সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে আগামী রবিবার।
আল / দীপ্ত সংবাদ