নেত্রকোনায় বালুবাহী ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা এক নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলকার (২৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ–বিরিশিরি সড়কের আতকাপাড়া বামনখালী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজনের নাম–পরিচয় জানা সম্ভব হয়নি। তবে আহতরা হলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোফাজ্জল আলীর ছেলে শরাফত আলী(৩২), একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে পারভেজ আলী(৩০) ও সিরাজগঞ্জ জেলার গুনেরগাতি এলাকার ফেলবান মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)।
স্থানীয়রা জানান, ময়মনসিংহ থেকে ৫জন যাত্রী নিয়ে সিএনজিটি নেত্রকোণার দুর্গাপুর যাবার পথে দুপুর পৌনে ৩টার দিকে আতকাপাড়া বামনখালী ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাক সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে সিএনজির একজন পুরুষ যাত্রী নিহত এবং অপর ৪ যাত্রী আহত হন।
পরে স্থানীয় লোকজন আহত চারজনকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহত ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার পরপরই ট্রাকচালক ও সিএনজি চালক পালিয় যায়। তবে বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে।
এসএ/দীপ্ত নিউজ