টানা নবম সপ্তাহের মতো ইসরায়েলের সরকারবিরোধী বিক্ষোভ চলছে। প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর নতুন সরকারের আনা বিচার বিভাগ সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে তেল আবিবে ১০ হাজারের অধিক মানুষ বিক্ষোভে অংশ নেয়। খবর রয়টার্স।
ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (৪ মার্চ) রাতে তেল আবিব ও অন্যান্য স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়েছিল। তবে পরে ইসরায়েলি পুলিশের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা বাধা উপেক্ষা করে সামনে এগোনোর চেষ্টা করছেন ও অবরোধের পর সড়কে আগুন জ্বালিয়ে দিচ্ছেন। সেসময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ।
এ বিক্ষোভে অংশ নেওয়া ৫৩ বছর বয়সী ইতিহাসের শিক্ষক রনেন কোহেন বলেন, নেতানিয়াহু সরকারের আইন সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করতে এসেছি। এ সংস্কারটি ইসরায়েলি সরকার আমাদের ওপর জোর চাপিয়ে দিয়েছে। আশা করি, বিশাল এ বিক্ষোভ কার্যকর হবে।
গত বছরের নভেম্বরে ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হয়। ডিসেম্বরে সরকার গঠনের পর বিচার বিভাগ সংস্কারের ঘোষণা দেন নেতানিয়াহু। তবে এই নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছেন বিরোধী বামপন্থীরা। নির্বাচনের পর থেকেই তারা বিক্ষোভ করছেন। পরে বামপন্থীদের বিক্ষোভে যোগ দেন আইনজীবী, ব্যবসায়ীসহ হাজার হাজার সাধারণ মানুষ।
আফ/দীপ্ত সংবাদ