ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নির্দেশের পর গাজাজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও অনেকে।
বিবিসি জানায়, মঙ্গলবার রাতে গাজা সিটির সাবরা ও দক্ষিণাঞ্চলের খান ইউনিসে এসব হামলা হয়। প্রত্যক্ষদর্শীরা এসব হামলাকে ভয়াবহ অভিহিত করেছেন। মঙ্গলবার হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই সংগঠন ইসরায়েলের কাছে জিম্মিদের মরদেহ বুঝিয়ে দিতে শর্ত মানছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে ইসরায়েলের এই হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন বলছে হামাস। এছাড়া ইসরায়েলি হামলার জবাবে এক জিম্মির মরদেহ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে গোষ্ঠীটি। এক বিবৃতিতে হামাস সতর্ক করে জানায়, ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকলে মরদেহ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে। ফলে বাকি ১৩ বন্দির মরদেহ উদ্ধারে বিলম্ব ঘটবে।
এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতি এখনো বহাল আছে।