নীলফামারীর ডোমার ডক্টরস্ ক্লিনিকে দুই মাথা নিয়ে একটি শিশু জন্ম নিয়েছে। বুধবার (১২ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে শিশুটির জন্ম হয়।
ডোমারে পৌরসভার পূর্ব চিকনমাটি সবুজপাড়ার বাসিন্দা আশিকুর–ফারজানা দম্পতির সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট ওই নবজাতকের জন্ম হয়েছে।
ডক্টরস ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়েছে বলে জানান তার পরিবার।
শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ডোমারের একটি ক্লিনিকে পরিক্ষা করে জানতে পারে গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সন্ধ্যায় ডোমার ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট নবজাতক শিশুটি জন্ম হয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। বাচ্চা জমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। তাই বাচ্চাগুলো বাচা বেচে থাকার আশষ্কা কম থাকে।
ইয়াছিন সিথুন/আল / দীপ্ত সংবাদ