সেনাবাহিনী নামায় সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। বুধবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিংকালে এমনটা দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, যেখানে অনিয়ম হবে সেখানেই অ্যাকশনে যাবে নির্বাচন কমিশন। প্রয়োজনে কেন্দ্রের ভোটও বাতিল করা হবে।
সাংবাদিকদের উদ্দেশে ইসি রাশেদা বলেন, ‘আমি মনে করি নির্বাচনের মাঠ আমাদের নিয়ন্ত্রণে আছে। কোনো অনিয়ম পেলে আপনারা (সাংবাদিক) ছবি তোলেন, প্রমাণ দেন। আমরা সাথে সাথে অ্যাকশন নেব।
‘যেখানে অনিয়ম, সেখানেই আমাদের অ্যাকশন। ইতোমধ্যে বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিলের মতো ঘটনাও ঘটেছে। আপনারা দেখেছেন এর আগে আমরা গাইবান্ধায় ভোটও বন্ধ করেছি।’
তিনি বলেন, ‘আমাদের যত আয়োজন সব নির্বাচন ঘিরে। তাই নির্বাচনের পরিবেশকে সুন্দর রাখতে বুধবার থেকে সেনাবাহিনীকে নামানো হয়েছে। শুধু সেনাবাহিনী নয়, আমাদের যত বাহিনী আছে সবই এখন সুশৃঙ্খল ও উন্নত হয়েছে।’
আরও পড়ুন: মাঠে নেমেছে সশস্ত্র বাহিনী
আল/ দীপ্ত সংবাদ