পাকিস্তানের আগামী সাধারণ নির্বাচনে ‘ব্যাট‘ প্রতীক পাচ্ছে না ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ– পিটিআই।
স্থানীয় সময় শনিবার (১৩ জানুয়ারি) রাতে এ সিদ্ধান্ত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এর খবরে বলা হয়, দুই দিন শুনানি নিয়ে তিন সদস্যের বেঞ্চ পিটিআইকে ‘ব্যাট’ না দেওয়ার রায় দিলেন। এই বেঞ্চে ছিলেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা, বিচারপতি মোহাম্মদ আলী মাজহার ও বিচারপতি মুসারাত হিলালি।
দুর্নীতির মামলায় সাজা হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে রয়েছেন। সাজার কারণে তিনি নিজ দলের প্রধানের পদেও অযোগ্য।
এ কারণে সম্প্রতি দলের অভ্যন্তরীণ নির্বাচনে পিটিআই নতুন নেতৃত্ব নির্বাচিত করে। দলের চেয়ারম্যান নির্বাচিত হন গহর আলী খান।
এসএ/দীপ্ত নিউজ