কর্মসংস্থান ও বাজার ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি। ক্ষমতায় গেলে নির্বাচনি ব্যাবস্থা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী ২৭টি রাজনৈতিক দলের মধ্যে অন্যতম জাতীয় পার্টি। আসন্ন নির্বাচনে সরকার গঠনের আশা করছে জাতীয় সংসদের বর্তমান বিরোধী দল।
নির্বাচনি ইশতেহার প্রকাশকালে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, কর্মসংস্থান সৃষ্টি, বহুমুখী ও কারিগরি শিক্ষার প্রসার ও বেকার সমস্যার সমাধান করে স্বনির্ভর জাতি গঠন করতে চায় জাতীয় পার্টি।
ঘোষিত ইশতেহারে আধুনিক প্রযুক্তি নির্ভর শিক্ষার প্রসার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও প্রাদেশিক সরকার ব্যবস্থার কথা বলা হয়েছে। এছাড়া, বিচার বিভাগ, দুদক ও ইসিকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা, গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে ইশতেহারে।
জাতীয় পার্টি মহাসচিব আরও জানান, বিশেষ ক্ষমতা আইন বাতিল ও জনস্বাস্থ্য সেবা নিশ্চিত করার পাশাপাশি বাজেটে শিক্ষাখাতে ব্যয় বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ জাতীয় পার্টি।
এসএ/দীপ্ত নিউজ