দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ঢাকা অঞ্চলের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীসহ, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন অডিটোরিয়ামে মতবিনিময় সভা হয়।
ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মোঃ সাবিরুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর ও নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
ঢাকা ছাড়াও গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও মাঠ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা মতবিনিময় সভায় অংশ নেন।
বিকালে ঢাকা জেলার ২০টি আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন।
এসএ/দীপ্ত নিউজ