নির্বাচন কমিশনার আলমগীর হোসেন বলেছেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ নেই । বিভিন্ন দেশ নির্বাচনে প্রক্রিয়া ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
রবিবার (১৭ ডিসেম্বর) সকালে তিনি জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান।
এ সময় তিনি আরো বলেন, ভোটের আগে নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ ও সিভিল প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মাঠে থাকবে।
এ সময় জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোঃ শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তাসহ প্রশাসনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জি এম কাদের
আল/ দীপ্ত সংবাদ