নারায়ণগঞ্জ–৪ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য একেএম শামীম ওসমান নির্বাচন কমিশনের আচরণবিধি ভঙ্গের নোটিশের ব্যাখা দিয়েছেন৷ এ সময় তিনি বলেন নির্বাচন কমিশন প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে তিনি সশরীরে নারায়ণগঞ্জ জেলা দ্বিতীয় দায়রা জজ আদালতে হাজির হয়ে এই জবাব দেন৷ এর আগে তার নির্বাচনী এলাকার নেতাকর্মীদের ‘শান্তি মিছিল‘ থেকে নৌকায় ভোট চাওয়া ও প্রতীক প্রদর্শনের অভিযোগ এনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শামীম ওসমানকে নোটিশ দেয় বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনী অনুসন্ধান কমিটি।
জবাব প্রদান শেষে আদালত চত্বরে শামীম ওসমান সাংবাদিকদের মুখোমুখি হন৷ এসময় তিনি বলেন, আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই৷ অনেকের মুখে চুনকালি মেখে দিয়ে তারা প্রমাণ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নোটিশ পেয়ে আমার দুঃখ পাওয়ার কথা, কিন্তু আমি আনন্দিত, গর্বিত হয়েছি। কখনও দেখিনি, একটি– দুটি পত্রিকার রিপোর্টে প্রার্থীকে তলব করতে। এতেই প্রমাণিত হয়, নির্বাচন কমিশন স্বাধীন৷ আমরা এরকম একটি কমিশনই চেয়েছিলাম।
শান্তি মিছিল থেকে নৌকার ভোট চাওয়া ও প্রতীক প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, সারাদেশে বিএনপি– জামায়াত ও জঙ্গীরা জ্বালাও–পোড়াও, হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এর প্রতিবাদে আমার নেতাকর্মীরা শান্তি মিছিল করেছে। শান্তির প্রতীক নৌকা৷ সে কারণেই নৌকার স্লোগান এসেছে, প্রতীকও প্রদর্শন করেছেন কেউ কেউ৷ আপনারা জানেন, মনোনয়পত্র জমার দিনে আমি একা এসেছিলাম আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে৷ এমনকি শান্তি মিছিলে আমি নিজেও উপস্থিত ছিলাম না। আজ নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, যারা অগ্নিসন্ত্রাস, জ্বালাও– পোড়াও করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে৷
নির্বাচনে জনগণের অংশগ্রহণই মূল বিষয় উল্লেখ করে তিনি আরো বলেন, প্যালেস্টাইনে ইসরাল যেভাবে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেটি যদি জাতিসংঘ বন্ধ করতে পারে, তাহলে বাংলাদেশের বিষয়ে তারা কথা বলতে পারে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসেছে৷ তারা নিজ ভূমিতে ফেরত যাচ্ছে না৷ বাংলাদেশকে যেকোনো সবক দেওয়ার আগে এ ব্যাপারে আগে জাতিসংঘ পদক্ষেপ নিক৷ এরপর তারা বাংলাদেশের ব্যাপারে কথা বলুক৷ এদেশে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা–বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন হয়েছে৷ কারো দয়ায় নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে৷ নির্বাচনে জনগণের অংশগ্রহণই মূল বিষয়৷
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মোহসিন মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি এড. ওয়াজেদ আলি খোকন প্রমুখ।
আরও পড়ুন: হিরো আলমের মনোনয়ন বাতিল
গৌতম সাহা/ আল/ দীপ্ত সংবাদ