নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারে নাই।’
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় ইসি সচিব এ তথ্য জানান।
ইসি সচিব আখতার বলেন, নির্বাচন আয়োজনে ইসি পুরোপুরি প্রস্তুত রয়েছে।
‘নির্বাচন নিয়ে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ‘ জানিয়ে তিনি আরও বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করি, সঠিক তথ্যটা দেন…নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। তা ধরে প্রস্তুতি নিয়ে ডিসেম্বর প্রথম ভাগে তফসিল ঘোষণার পরিকল্পনা করেছিল ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছিলেন, ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে।
এসএ