যারা নিরীহ আওয়ামী লীগ কর্মী, যারা বাধ্য হয়ে মিছিলে বা সভায় যোগ দিয়েছে, কিন্তু কারও ক্ষতি করেনি বা মিথ্যা মামলা দেয়নি; তাদের আমরা বুকে টেনে নেব বলে মন্তব্য করেছেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক।
বুধবার (২৯ অক্টোবর) রাতে সদর উপজেলার খানপুর ইউনিয়নে অনুষ্ঠিত মতবিনিময় সভা গণসংযোগ ও বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ নাসির আহমেদ মালেক বলেন, যারা আওয়ামী লীগের নামে জুলুম, অত্যাচার, দখল ও অন্যায় করেছে; তাদের সঙ্গে কোনো আপোষ নয়। তবে যারা নিরীহ বাধ্য হয়ে আওয়ামী লীগের মিছিল–মিংটিং এ অংশ নিয়েছে, তাদের প্রতি সহনশীল হোন। যদি জয় চান, তাদের দ্বারে দ্বারে গিয়ে বলুন, বিএনপি ক্ষমতায় এলে তোমরা নিরাপদে থাকবে, শান্তিতে থাকবে। সেই দায়িত্ব আমরা নিচ্ছি।
তিনি আরও বলেন, হাসপাতালে গিয়ে এ দেশের আল্লামা দেলোওয়ার হোসেন সাঈদীকে পয়জন পুশ দিয়ে হত্যা করা হয়েছিল। সেই জামায়াত ৫ তারিখের পরে আওয়ামী লীগের বাড়ি বাড়ি বললো, ভাই তোমাদের বিএনপি মারছে, আমরা ঠেকাচ্ছি, তোমারা ভয় পেয় না, আমরা পাশে আছি। শুধু দুটো ভোটের জন্য। এখন ভোটের আশায় হিন্দু ভাইদের বাড়িতে যাচ্ছে, পূজামণ্ডপে গিয়ে বক্তব্য দিচ্ছে, প্রসাদ খাচ্ছে, সবই শুধুমাত্র ভোটের জন্য।
সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম বলেন, এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আমাদের প্রতিটি নেতাকর্মীকে ধৈর্য ধরে মাঠে থাকতে হবে। জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, জেলা মহিলা দলের নেত্রী ফরিদা বেগম, মোসা. রোজিনা খাতুনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।