সোমবার, অক্টোবর ১৩, ২০২৫
সোমবার, অক্টোবর ১৩, ২০২৫

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে স্পেনের দাবানল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

স্পেনের টেনেরিফে আইল্যান্ডে ভয়াবহ দাবানল। ২৫০টি দমকলও তার মোকাবিলা করতে পারছে না।

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ হলো টেনেরিফে। সেখানেই পাহাড়ের জঙ্গলে দাবানল ভয়ঙ্কর আকার নিয়েছে।

২৪ ঘণ্টার মধ্যে ১ হাজার ৮০০ হেক্টরে ছড়িয়েছে এই দাবানল। পাহাড়ের দুই দিকে ২২ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গল জ্বলছে।

স্থানীয় নেতা ফার্নান্দো ক্লাভিহো জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে কিছুতেই সামলানো যাচ্ছে না। পরিস্থিতি ভয়ংকর।

তিনি জানিয়েছেন, এখন প্রথম লক্ষ্য হল আগুন যাতে আর না ছড়ায়। তারপর যে জায়গাগুলো জ্বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা।

১৪টি বিমানকে আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে ২৫০টি দমকল কাজ করছে। সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে নেমেছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে সিপ্লেন থেকে পানি ফেলা হয়।

টেনেরিফে কাউন্সিলের দাবানল বিশেষজ্ঞ ভিকি পালমা বলেছেন, রাতের দিকে আরও জোরে হাওয়া বইতে পারে।

কাউন্সিলের আরেক সদস্য রোসা জানিয়েছেন, পাহাড়ের দিকে যাওয়ার সব রাস্তা বন্ধ হয়ে গেছে।

মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানোর কাজ শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ১৫০ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বেশ কিছু কুকুরকেও সরানো হয়েছে। টেনেরিফের দুইটি বিমানবন্দর এখনও চালু আছে বলে জানানো হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে খুব বেশি শুকনো দরম পড়েছিল। ফলে জঙ্গল একেবারে শুকনো হয়ে গিয়েছিল। গরমের সময় এখানে বেশ কয়েকটি দাবানল লেগেছিল। কিন্তু সেগুলি সাফল্যের সঙ্গে নিভিয়ে ফেলা হয়। কিন্তু এবারের পরিস্থিতি রীতিমতো ভয়ংকর।

শায়লা/ দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More