নাটোরের লালপুরে ৯৯৯ এ ফোন করে নিজের বাল্যবিয়ে বন্ধ করা স্কুলছাত্রী সঞ্চিতা (১৩) কে পুরস্কৃত করেছে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসন। সোমবার (১৭ জুলাই) দুপুরে তাকে পুরস্কৃত করা হয়।
সঞ্চিতা ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।
সোমবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা পরিসংখ্যান অফিসের ব্যবস্থাপনায় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার ও ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে তার হাতে বই ও নগদ ১০ হাজার তুলে দেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে সাহসিকতা ও মেধার সম্মান দিয়ে ওই শিক্ষার্থীর হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন নাটোর–১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপজেলা প্রশাসনও তার হাতে বই ও নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়ার পাশাপাশি সঞ্চিতার লেখাপাড়ার খরচ বহনেরও ঘোষণা দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলী মৃধা, উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, গোপালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ওয়ালিয়া হাকিমুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রাকিব হোসেনসহ অন্যান্যরা।
উল্লেখ্য, বুধবার (৫ জুলাই) রাতে ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ের আয়োজন করে তার পরিবার। বরযাত্রীও বিয়ে বাড়িতে উপস্থিত হয়। কিন্তু বিয়েতে রাজি না থাকায় জরুরি সেবা ৯৯৯–এ কল করে ওই ছাত্রী। খবর পেয়ে পুলিশ এসে বন্ধ করে দেয় বিয়ের সব আয়োজন।
ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের নজরে এলে উপজেলা প্রশাসন শিক্ষার্থী সঞ্চিতার সাহসিকতা ও মেধার সম্মান দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে পুরস্কৃত করে।
আফ/দীপ্ত নিউজ