নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব ও শরীয়তপুর–৩ (গোসাইরহাট–ডামুড্যা–ভেদরগঞ্জ আংশিক) আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুর উদ্দিন আহমেদ অপু।
রবিবার (২ নভেম্বর) বিকালে গোসাইরহাট উপজেলার নাগেরপারা ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে তিনি কুশল বিনিময় করেন।
এসময় মিয়া নুর উদ্দিন আহমেদ অপু বলেন, “আমি তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি—দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে। শরীয়তপুর বিএনপি সবসময় জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।”
এ সময় স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং এলাকাবাসী দীর্ঘদিন পর নুর উদ্দিন আহমেদ অপু‘কে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
গণসংযোগে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রুপম/এসএ