মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজের সাত ঘন্টা পর বাড়ির পাশের একটি পুকুর থেকে শুকুর আলী (৪০) নামে এক ব্যক্তির হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ জুলাই) রাত তিনটার দিকে উদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পেশায় কৃষক শুকুর আলী মানিকগঞ্জ সদর উপজেলার মালটিয়া কুড়িপাড়া গ্রামের আতর আলীর ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে শুকুর আলী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলনা। পরে রাত দুইটার দিকে প্রতিবেশিরা শুকুরের বাড়ির পাশের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ জানান, রাত তিনটার দিকে ওই বাড়ি থেকে শুকুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড।
জাহিদুল হক চন্দন/ শায়লা/ দীপ্ত নিউজ