নিউজিল্যান্ডের বিপক্ষে হারের জন্য মিরপুরের পিচকে দুষলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।
তাদের দাবি, এই ভেন্যুর উইকেটের মান না বাড়ালে, আন্তর্জাতিক অঙ্গণেও ভালো করতে পারবে না দল। তবে বিসিবি সভাপতির মতে, ব্যাটারদের দোষেই ম্যাচ হেরেছে দল।
ঢাকা টেস্টের ৪ ইনিংসের কোনোটিতেই দুশো পেরুতে পারেনি কোনো দল। সর্বোচ্চ ১৮০ রান করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের সংগ্রহ ১৭২ রান।
মিরপুরের উইকেট নিয়ে নানা সময় হয়েছে আলোচনা, সমালোচনার তীর পিচ কিউরেটর গামিনী ডি সিলভার দিকে।
দশ বছরেরও বেশি সময় ধরে বিসিবির সাথে কাজ করছেন শ্রীলঙ্কান পিচ কিউরেটর গামিনী। সিরিজ বুঝে উইকেট বানানোর দায়িত্বটা পালন করলেও, আন্তর্জাতিক মান বজায় থাকেনি। ফলাফল নিম্নমানের আউটফিল্ড ও পিচ তৈরি করায়, ২০১৮ সালে তিনটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলো টাইগারদের হোম অব ক্রিকেট।
এদিকে, বোর্ড কর্তার একটাই কথা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে নতুন করে সাজাবেন বিসিবি। তখন হয়তো পরিবর্তন আসতে পারে, পিচ কিউরেটর পদেরও।
এসএ/দীপ্ত নিউজ