ইংল্যান্ডের বিপক্ষে নাস্তানাবুদ হওয়া ম্যাচের কথা না ভেবে ‘চেন্নাই এক্সপ্রেস’–এর গতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে চায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ সকালে শুরু হলেও আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে টাইগাররা।
প্রথম দুই ম্যাচ জিতে ২০২৩ বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছে নিউজিল্যান্ডের। নেট রানরেটে এগিয়ে থাকায় ব্ল্যাকক্যাপসরা এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। অন্যদিকে আফগানিস্তানতে উড়িয়ে বাংলাদেশ বিশ্বকাপ শুরু করেছে ঠিকই। কিন্তু ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে নেট রানরেট মাইনাসে চলে গেছে সাকিব আল হাসানের দলের। দুই রকম অবস্থায় রেখে আগামীকাল চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে খেলতে নামবে বাংলাদেশ–নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে বাংলাদেশকে সমীহ করছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।
অন্যদিকে চেন্নাইয়ের উইকেট অনেকটা স্পিন বান্ধব। এখন পর্যন্ত চেন্নাইয়ে বিশ্বকাপের ম্যাচ হয়েছে সাতটি। ৭ ম্যাচে স্পিনাররা নিয়েছেন ৩৫ উইকেট, ইকোনমি ৪.৫২ ও বোলিং গড় ২১.৫৪। এবারের বিশ্বকাপে বাংলাদেশের স্পিনারদের দারুণ বোলিং তো রয়েছেই। আর স্পিন বান্ধব উইকেট পেলে কতটা ভয়ঙ্কর যে সাকিব–মিরাজরা হয়ে উঠতে পারেন তা তো সবারই জানা। উইলিয়ামসনও যেন তা–ই বোঝাতে চেয়েছেন।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ক আজ বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। আমরা জানি যে আগামীকাল চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এই টুর্নামেন্ট যেকোনো দল যে কাউকেই হারিয়ে দিতে পারে, সেটা জেনেই আমরা এখানে খেলতে এসেছি। এটাই কোনো একটা টুর্নামেন্টকে রোমাঞ্চকর করে তোলে। কন্ডিশন বদলাতে থাকে প্রতি মুহূর্তে। ভেন্যু থেকে ভেন্যুতে গেলে কন্ডিশন অনেক বদলায়। আর অবশ্যই মনে করি যে দুই দলেরই ভালো স্পিনার আছে। নিঃসন্দেহে তারাই ম্যাচে অনেক বেশি অবদান রাখবেন।’
ওপেনিং নিয়ে চিন্তিত নন টপ অর্ডার ব্যাটার নাজমুল হোসেন শান্ত। নিউজিল্যান্ডের বিপক্ষে আবার জয়ের ধারায় ফিরতে বদ্ধপরিকর তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘আমার মনে হয় আমরা ওপেনিং নিয়ে চিন্তিত নই। যারা ওপেনিংয়ে ব্যাটিং করছে তারা ভালো প্রস্তুতি নিয়েই দলেই সুযোগ পেয়েছে। ১–২টা ভালো ইনিংস তাদেরকে আরো আত্মবিশ্বাস যোগাবে।’
আল/দীপ্ত নিউজ