যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের ওপর হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ১১টা) জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথোরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় তিনি এ মামলা দায়ের করেন।
মামলায় দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১৫–২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। আখতার হোসেন অভিযোগ করেন, ২২ সেপ্টেম্বর জেএফকে বিমানবন্দরের চার নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। পরে হোটেলের লবিতেও হামলার চেষ্টা করা হয়।
এক ভিডিও বার্তায় আখতার হোসেন বলেন, হামলাকারীরা বাংলাদেশে নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে যুক্ত। এ ঘটনায় পুলিশকে অবহিত করা হয়েছে এবং আইনি প্রতিকার নেয়া হবে।