রাজধানীর নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সকাল সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে দাবি ফায়ার সার্ভিসের। তবে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন পুরোপুরি নির্বাপণে আরও সময় লাগবে।
নিউ সুপার মার্কেট লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) বিগ্রেডিয়ার মাইন উদ্দিন বলেন, নয়টা দশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর আগুন বাড়েনি। তবে পুরোপুরি নির্বাপন হতে সময় লাগবে। ধারণা করা হচ্ছে তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৩০ ইউনিট কাজ করছে।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে এই আগুন লাগার ঘটনা ঘটে। নিউ মার্কেটের তৃতীয় তলা থেকে এ আগুনের সূত্রপাত বলে ধারণা করা হয়েছে।
খবর পেয়েই ছুটে যায় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। সহায়তায় যোগ দেয় সশস্ত্র বাহিনী। সেনা, বিমান ও নৌবাহিনীর বিপুল সংখ্যক সদস্য সার্বিক সহযোগিতায় কাজ করছেন। যোগ দেয় সেনাবাহিনীর অগ্নিনির্বাপক দল।
ঈদের আগে মার্কেটে লাগা আগুনে নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কান্নায় চারপাশ ভারি হয়ে উঠেছে। আগুনে প্রায় দেড় হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আফ/দীপ্ত সংবাদ