জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি–টোয়েন্টি ফরম্যাটে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখল রংপুর বিভাগ। টুর্নামেন্টের দ্বিতীয় আসরের ফাইনালে খুলনা বিভাগকে দাপটের সঙ্গে ৮ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল আকবর আলীর নেতৃত্বাধীন দলটি। গত বছর ঢাকা মেট্রোকে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।
রবিবার (১২ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনার দেয়া ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কোনো বেগই পেতে হয়নি রংপুরকে। অলরাউন্ডার নাসির হোসেনের ঝড়ো ব্যাটিং এবং অভিজ্ঞ নাঈম ইসলামের দায়িত্বশীল ইনিংসে ভর করে ১৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন নাসির হোসেন।
ফাইনালে টস জিতে প্রথমে খুলনাকে ব্যাট করার আমন্ত্রণ জানায় রংপুর বিভাগ। ব্যাট করতে নেমে শুরুতেই রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে চাপে পড়ে মিঠুনরা। দলের রানের খাতা খোলার আগেই ওপেনার ইমরানুজ্জামানকে (০) সাজঘরে ফেরান রংপুরের স্পিনার নাসুম আহমেদ। এরপর সৌম্য সরকার (১৫) ও এনামুল হক বিজয়রাও (১১) ইনিংস বড় করতে পারেননি। তবে, অধিনায়ক মোহাম্মদ মিঠুন এক প্রান্ত ধরে রেখে ৩২ বলে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলে দলকে কিছুটা স্বস্তি এনে দেন। আর শেষ দিকে মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংসে দলের পুঁজি বাড়াতে সাহায্য করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে খুলনা বিভাগ তুলতে সক্ষম হয় ১৩৬ রান।
রংপুরের বোলারদের মধ্যে নাসুম আহমেদ ৪ ওভারে ১৯ রান দিয়ে ১টি উইকেট নেন। এছাড়া নাসির হোসেন ৪ ওভারে ১৯ রান দিয়ে তুলে নেন গুরুত্বপূর্ণ ১টি উইকেট।
জয়ের জন্য ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের দুই ওপেনার জাহিদ জাভেদ ও নাসির হোসেন দলকে উড়ন্ত সূচনা এনে দেন। ৬১ রানের একটি শক্তিশালী জুটি গড়েন তারা। জাহিদ জাভেদ ২৭ রানে আউট হলেও, নাসির হোসেন ছিলেন আগ্রাসী মেজাজে। মাত্র ৩১ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে তিনি খেলেন ৪৬ রানের দুর্দান্ত ইনিংস। দলীয় ৮৪ রানে নাসির ফিরে গেলেও, বাকি কাজটা সহজেই সারেন অভিজ্ঞ নাঈম ইসলাম ও অধিনায়ক আকবর আলী।
নাঈম ইসলাম ৩২ বলে অপরাজিত ৪০ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে, আকবর আলী ১৫ বলে অপরাজিত ১৯ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষদিকে নাঈম ইসলাম একের পর এক বাউন্ডারি মেরে জয় নিশ্চিত করেন। রংপুর ১৭ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে ১৩৮ রান তুলে শিরোপা উল্লাসে মাতে।
ফাইনালে ব্যাট হাতে ৪৬ রানের ঝড়ো ইনিংস ও বল হাতে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। এছাড়া, এই টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে রংপুরের অধিনায়ক আকবর আলী জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
টানা দ্বিতীয়বারের মতো এনসিএল টি–টোয়েন্টির শিরোপা ঘরে তুলে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল রংপুর বিভাগ।