৫৪তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা–নাসা ‘আর্টেমিস অ্যাকর্ডের‘ সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন–২০২৫ এর সাইডলাইনে এ সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে বাংলাদেশের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
হোটেলে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী
তিনি বলেন, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র মহাকাশ সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এতে বাংলাদেশের মহাকাশ গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে। আগামী ২০–২৫ পর এর সুফল পাওয়া যাবে।
প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন জানান, আর্টেমিস চুক্তিটি মহাকাশের শান্তিপূর্ণ, নিরাপদ ও টেকসই ব্যবহারের লক্ষ্যে ‘আউটার স্পেস ট্রিটি’, ‘রেজিস্ট্রেশন কনভেনশন’ এবং ‘অ্যাস্ট্রোনট রেসকিউ এগ্রিমেন্ট’–এর মতো আন্তর্জাতিক নীতির ভিত্তিতে তৈরি।
তিনি আরও বলেন, ১৯৮০ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) শুরু থেকেই আন্তর্জাতিক নিয়ম মেনে শান্তিপূর্ণ মহাকাশ গবেষণায় কাজ করে যাচ্ছে। এই চুক্তিতে যুক্ত হয়ে বাংলাদেশ একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক মহাকাশ জোটের অংশীদার হলো।
এসময় নাসা ভারপ্রাপ্ত প্রশাসক জ্যানেট পেট্রো (ভার্চুয়ালি), ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক ডিপলোমেসি কাউন্সেলর স্টিফেন ইবেলি ও অ্যাক্টিং ইকোনোমিক ইউনিট চিফ জেমস এস গারডিনার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ৭ এপ্রিল রাজধানী হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন–২০২৫। বিডা‘র আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশগ্রহণ করছেন।
এসএ