নির্বাচনী প্রচারণার সময় নাশকতা, হামলা ও ভাঙচুরের মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস।
সোমবার (১৩ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ অস্বীকার করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন মির্জা আব্বাস–এর আইনজীবীরা। অভিযোগের কোনো প্রমাণ না পাওয়ায় অব্যাহতি আদেশ দেন বিচারক।
মামলা অভিযোগপত্র থেকে জানা যায়, ২০১৮ সালে রাজধানী নয়াপল্টন এলাকায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিচ্ছিন্ন মিছিল নিয়ে যাচ্ছিলেন মির্জা আব্বাস ও আফরোজা আব্বাস। এসময় পুলিশের সঙ্গে দলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এই ঘটনায় বাদী হয়ে পল্টন থানায় মামলা করে পুলিশ।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা নিষ্পত্তির জন্য সরকারের প্রতি আনুরোধ জানান মির্জা আব্বাস।
এসএ