দেশের বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারণায় নারী হেনস্তা ও তাদের ওপর হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে আগামী ৩১ জানুয়ারি নারী সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
মোহাম্মদ তাহের বলেন, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। বলা যায় এই প্রথমবার আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।
নায়েবে আমির আরও বলেন, এভাবে নারীদের প্রতি হামলা করলে আগামীতে নারী নেতৃত্ব পিছিয়ে যাবে, যা আন্তর্জাতিকভাবে দেশকে পেছনে ফেলবে।
এসএ