নারী ফুটবল বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুইডেনের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে জ্যামাইকার সাথে গোলশূন্য ড্র করে বিদায় নিশ্চিত হয় ব্রাজিলের।
নকআউট পর্বে যেতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় ছাড়া কোন পথ খোলা ছিল না আর্জেন্টিনার কাছে। তবে শেষ ম্যাচেও সমর্থকদের হতাশ করেছে আর্জেন্টিনার নারীরা। বুধবার (২ অগাস্ট) নিউজিল্যান্ডের হ্যামিল্টনের ওয়াইকাতো স্টেডিয়ামে, গোলশূল্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় সুইডিশ নারীরা। ৬৬ মিনিটে রেবেকার গোলে এগিয়ে যায় তারা। ম্যাচের শেষ মুহূর্তে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন এলিন রুবেনসন। আর তাতেই বিদায় নিশ্চিত হয় আর্জেন্টাইন নারীদের।
জি গ্রুপ থেকে সবগুলোতে ম্যাচ জিতে, ৯ পয়েন্ট নিয়ে, শেষ ষোলোতে উঠলো ২০০৩ সালের রানার্সআপ সুইডেন। এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় আলবিসেলেস্তেরা।
এদিকে গ্রুপ ‘এফ’ থেকে শেষ ১৬ নিশ্চিত করেছে ফ্রান্স ও জ্যামাইকা। চার পয়েন্ট নিয়ে ৩ নম্বরে থেকে বিদায় নেয় ব্রাজিল নারী ফুটবল দল। নিজেদেরে শেষ ম্যাচে ব্রাজিলকে গোলশূণ্য ড্র’তে রুখে, ৫ পয়েন্ট নিয়ে নক আউট নিশ্চিত করে জ্যামাইকা।
ইমাম/দীপ্ত নিউজ