চলতি বছর সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের আগে ২টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রীলঙ্কা জাতীয় দল এবং শ্রীলঙ্কা ‘এ‘ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
মঙ্গলবার (১৫ জুলই) নারী ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
মেগা টুর্নামেন্টে অংশ নেয়া ৮ দলের মধ্যে ৭টি দল ২টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। একমাত্র ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। ২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
২৫ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বো, আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কা জাতীয় দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।
উল্লেখ্য, নারী ওয়ানডে বিশ্বকাপ ১৩তম আসর ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে। ২০২২–২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার শীর্ষ ৬ দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে।
স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। এ ছাড়া বাকী ৫ দল হল– অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্ব খেলার টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান।
এসএ