২৯
নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেপ্তার ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে স্ত্রীর করা মামলায় গতকাল রবিবার বিকেল ৩টার দিকে কেরানীগঞ্জের আটিবাজারের বাসা থেকে কাসেমীকে গ্রেপ্তার করা হয়। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক বিষয়টি নিশ্চিত করেন।