নারায়ণগঞ্জের বন্দরে ৩৫ হাজার পিস ইয়াবা সহ ৮ জন তৃতীয় লিঙ্গের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২২ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব–১১ স্কোয়াড্রন লীডার উপ–পরিচালক এ কে এম মুনিরুল আলম এ তথ্য জানান ।
গ্রেপ্তারকৃত তৃতীয় লিঙ্গের সদস্যরা হলেন– রফিক–ললিতা, রবি আলম–বিউটি , একরাম–পরীমনি(২২), রবি আলম–প্রিয়া, মোঃ আল–আমিন–নিশি, রায়হান–আঁখি, সাবের–বিজলী, ফারুক–রিয়ামনি।
মনিরুল ইসলাম জানান, গতকাল রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে তৃতীয় লিঙ্গের ৮ জন মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ৩৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
তিনি আরো জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের দল নেতাসহ সকলেই তৃতীয় লিঙ্গের সদস্য। তারা আর্থিক ভাবে লাভবান হওয়ার জন্য অত্যন্ত কৌশলীভাবে তৃতীয় লিঙ্গের আড়ালে বিভিন্ন স্থানে ভ্রমনের বাহানায় নিষিদ্ধ মাদক দ্রব্য ইয়াবা ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এই সক্রিয় চক্রটি পারস্পারিক যোগসাজসে সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা সহ অন্যান্য মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন–শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জে নিয়ে আসে। পরবর্তীতে তারা এসকল মাদকদ্রব্য নারায়ণগঞ্জ ও ঢাকা সহ পাশর্বর্তী জেলা সমূহে সরবারহ করে থাকে। আটককৃত ৩৫,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এর আনুমানিক মূল্য ১ কোটি ৫ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরকে আইনের আওতায় আনার জন্য র্যাব–১১ এর গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রম অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আল/দীপ্ত সংবাদ