নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ৩ ইটভাটাকে ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পরিমাপে কারচুপি এবং প্রতিশ্রুত পন্য যথাযথ ভাবে সরবরাহ না করার অপরাধে এই জরিমানা করা হয়।
বুধবার (২৯ মার্চ) দুপুরে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাব-১১ এর যৌথ অভিযানে এসব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, বাজার মনিটরিংকরা হয়েছে। যার কারণে অভিযানকালে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন, পরিমাপে কারচুপি এবং প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে সরবরাহ না করার অপরাধে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় মেসার্স সোনারগাঁও টাটা ব্রিকস ইটভাটাকে ১ লাখ ২০ হাজার, মেসার্স মামা ভাগিনা ব্রিকস -১ কে ২ লাখ টাকা ও মেসার্স মামা ভাগিনা ব্রিকস -২ কে ১ লাখ টাকা মোট ৪ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় অভিযানে র্যাব-১১ এর কর্মকর্তারা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমি/দীপ্ত