নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হন আরও অন্তত ৪ জন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে দশটার রূপগঞ্জের পূর্বাচলে তিনশ ফুট সড়কের ভুঁইয়া বাড়ি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন রাজধানীর সেগুনবাগিচা এলাকা ব্যবসায়ী নুরুল ইসলাম (৭৫) এবং আরেকজন প্রাইভেটকার চালক মিলন মিয়া। অপর দুইজনের নাম–পরিচয় এখনো জানা যায় নি। বাকিদের নাম জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জের কাঞ্চন থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে যাওয়ার সময় গাড়িটির চাকা বিস্ফোরণ হয়। এতে গাড়িটি প্রথমে ঢাকা আউটগোয়িং লেনে ধাক্কা খায় ও পরে ঢাকা থেকে আসা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় আরও ২ জন। আহত বাকি ৪ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) জুবায়ের হোসেন বলেন, হতাহতদের সবার পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ কাজ করে যাচ্ছে। তদন্ত এবং অভিযোগের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএ/দীপ্ত নিউজ